Fashionbook1
Wednesday, August 10, 2011
Karukaje || Panjabi || কারুকাজে || পাঞ্জাবি
ঈদের সকাল পুরোটাই থাকে পাঞ্জাবির দখলে। ঈদের নামাজের জন্য পাঞ্জাবি তো পরতেই হয়, এ ছাড়া অনেকে দিনের অন্য সময়েও পাঞ্জাবি পরেন।বাজারে এবার আছেভিন্ন ধাঁচের পাঞ্জাবি—কোনোটা কারুকার্যময়, আবার কোনোটা সাধারণ। তরুণদের পছন্দ সাধারণ এবংজাঁকালো—দুই রকমের পাঞ্জাবিই।রঙের বাহার তো থাকছেই। বাজার ঘুরে দেখা গেল, পাঞ্জাবির কারচুপির কাজ হয়েছে বেশি। আমাদের দেশজ রাজশাহী সিল্ক, অ্যান্ডি কাপড়—এগুলো চলছে। হাতের কাজের সঙ্গে পাল্লা দিচ্ছে যান্ত্রিক কারুকাজের পাঞ্জাবি। যন্ত্রের কাজ করা পাঞ্জাবির দাম কম। আর নকশার ভিন্নতার ফলে এসেছে নতুনত্ব। সাম্প্রতিক বছরগুলোতে তরুণদের পছন্দ খাটো বা শর্ট পাঞ্জাবি। খাটো পাঞ্জাবিগুলোর কাট ও কারুকাজে এসেছে ভিন্নতা। শরীরের সঙ্গে লেপ্টে থাকা খাটো পাঞ্জাবির নাম ‘শর্ট বডিফিট’। আবার যাঁদের একটু ঢিলেঢালা পছন্দ, তাঁদের জন্য আছে লুস বডিফিট। কাট যেমনই হোক, পাঞ্জাবিতে আছে কারচুপির সূক্ষ্ম কাজ।
Tuesday, August 9, 2011
Karukaje || Panjabi || কারুকাজে || পাঞ্জাবি 2
আড়ং
সিল্ক, মসলিন, কটন, অ্যান্ডি, ধুপিয়ান, তসরসহ দেশি কাপড়ের ওপর এমব্রয়ডারি, অ্যাপলিক ও হাতের কাজের সুনিপুণ বুনন। কার্পেটও টুইন থিমের উপস্থাপন।
বাংলার মেলা
বাংলার মেলার পণ্য উন্নয়ন ও সম্প্রসারণ কর্মকর্তা এমদাদ হক জানালেন, পাঞ্জাবিতে জয়শ্রী সিল্ক, অ্যান্ডি, কটন, খাদি ও তাঁতে নিজস্ব বুননে ডবি মাল্টি স্ট্রাইপ—এসব উপকরণে করা হয়েছে লম্বা, মাঝারি ও খাটো দৈর্ঘ্যের ট্রেন্ডি পাঞ্জাবি। ফুলেল, জ্যামিতিক ইত্যাদি নকশায় কারচুপি, মেশিন এমব্রয়ডারি, কাঁথা ভরাট, শেডওয়ার্ক, গিঁট কাজে জয়শ্রী ও অ্যান্ডি পাঞ্জাবিতে থাকছে অনেক ডিজাইন। এ ছাড়া খাটো দৈর্ঘ্যে ভিন্ন ভিন্ন নেকলাইনে করা হয়েছে ট্রেন্ডি পাঞ্জাবি। সুতি সাদা ও অ্যান্ডিতে কাঁথা ফোঁড় ও ভরাট শেডওয়ার্কের কাজ।
কে ক্র্যাফট
কে ক্র্যাফটের পরিচালক খালিদ মাহমুদ খান জানালেন, এ বছর বেশ কিছু নতুন ডিজাইন ও স্টাইলের পাঞ্জাবি করেছেন তাঁরা। তরুণ ক্রেতাদের জন্য থাকছে খাটো পাঞ্জাবি। কাট, প্যাটার্ন ও উপস্থাপনায় বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ এ পাঞ্জাবিগুলোতে রং ও বিন্যাসে চম ৎ কারিত্ব। নতুনভাবে সংযোজিত হয়েছে বিভিন্ন ধরনের মেটাল। কাট, ফিনিশ, অলংকরণ কাজের বৈচিত্র্য ও নিপুণতায় সমৃদ্ধ এ পাঞ্জাবি সংগ্রহে খাদি, সুতি ও অ্যান্ডি ব্যবহূত হয়েছে। মেরুন, নীল, ফিরোজা সবুজ, বটল গ্রিন, চকলেট, ব্রিক রেডসহ প্রায় ২০টি রং।
প্রবর্তনা
প্রবর্তনার পরিচালক শাহিদ হোসেন জানালেন, পাঞ্জাবির বিশেষত্ব রঙের ক্ষেত্রে। প্রাকৃতিক রং ব্যবহার করা হয়েছে।
অঞ্জন’স
সুতি, সিল্ক, অ্যান্ডি সুতি, অ্যান্ডি সিল্ক কাপড়ে হ্যান্ড এমব্রয়ডারি। এমব্রয়ডারি ও কাটিং বেজড ডিজাইনের পাঞ্জাবি করা হয়েছে এই আয়োজনে।
লম্বা, সেমি লং ও খাটো—এ তিন ধরনের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে।
ক্যাটস আই মনসুন রেইন
ক্যাটস আই ও মনসুন রেইনেও রয়েছে পাঞ্জাবির বড়সড় সংগ্রহ। ক্যাটস আই ও মনসুন রেইনের সব শাখায়ই পাঞ্জাবি রয়েছে।
রঙ
সেলফ কালারের প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন—লালের ওপর লাল সুতার কাজ, সাদার ওপর সাদা সুতার কাজ ইত্যাদি। এ ছাড়া সেলফ সুতার লাইট ও ডিপ কালার ব্যবহার করা হয়েছে একই পোশাকে। আর সবকিছুর সঙ্গেই রঙের বৈশিষ্ট্য উজ্জ্বল রঙের ট্রেন্ড বা ধারা বজায় রয়েছে।
পাঞ্জাবিতে বিভিন্ন ধরনের নকশা ব্যবহার করা হয়েছে। ব্লক, স্প্রে, টাইডাই, স্ক্রিন প্রিন্ট—এগুলো মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া অ্যাপলিক, এমব্রয়ডারি, কারচুপি, আড়ি, হাতের ভরাটকাজ, লেইস, কাতানপাড় প্রভৃতি ব্যবহার করে ভিন্ন এক নান্দনিকতার রূপ দেওয়া হয়েছে।
নিত্য উপহার
নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান জানালেন, বড়দের পাশাপাশি ছোটদের জন্য পাওয়া যাবে নোয়াখালীর গান্ধী আশ্রম ও নরসিংদী তাঁতের কাপড়ে স্ক্রিন প্রিন্ট, হাতের কাজের মিশেলে এর পাঞ্জাবি।
আর এসব পোশাকে মোটিফ ব্যবহার করা হয়েছে পুরাকীর্তি, স্থাপত্য, নকশা এবং তরুণ ও অগ্রণী শিল্পীদের কাজ থেকে। উ ৎ সবের উপযোগী রঙের ব্যবহারে নিজস্ব ধারাও স্টাইল উঠে এসেছে।
ওটু
পাঞ্জাবিতে থাকছে অনেক বেশি সুতার কাজ। কারচুপি ও সুতার সমন্বয় থাকছে। ওয়াশ ও মিক্সম্যাচের সমন্বয়। কাটিংয়ে রয়েছে ভিন্নতা। জামেবাহার বা জারদারির কাজও থাকছে । এক্সক্লুসিভ সেমি পাঞ্জাবি, টুন ফিট, শর্ট পাঞ্জাবি প্রভৃতি। বাহারি বোতাম থাকছে পাঞ্জাবিতে।
লুবনান
দেশীয় ঐতিহ্য, কৃষ্টি আর সংস্কৃতির সমন্বয়ে লং ও শর্ট পাঞ্জাবির ক্ষেত্রে স্লিম ফিট কাটে বাহারি নকশা করা হয়েছে। তাঁতের সুতি, রাজশাহী সিল্ক, অ্যান্ডি সিল্ক, অ্যান্ডি সুতি কাপড়ে করা হয়েছেএমব্রয়ডারি, কারচুপি। পাঞ্জাবি ছাড়াও রয়েছে ওড়না ও পাজামা। চুড়িদার, সেমি চুড়ি, প্লেন কাট ইত্যাদি।তরুণদের জন্য পাঞ্জাবিতে কলার, কাঁধের দুই পাশে এবং কলার থেকে বুকের দিকে সরু করে কারচুপি ও এমব্রয়ডারির সমন্বয়ে ডিজাইন করা হয়েছে।
সাদা কালো
ফ্যাশন হাউস সাদা কালোর ডিজাইনার তাহসিনা শাহীন জানালেন, সাদা কালো রঙের ওপর ‘ফুলেল’ শিরোনামের পাঞ্জাবি থাকছে এবার সাদা কালোর ঈদ আয়োজনে। দেখা ও না দেখা ফুল নানাভাবে পোশাকে তুলে আনা হয়েছে। কখনো ব্লকপ্রিন্টে, কখনো স্ক্রিনে, কখনো কারচুপিতে, কখনো মেশিন এমব্রয়ডারি অথবা হ্যান্ড এমব্রয়ডারি।
সাদা, কালো, লালে কনা
ঈদের আগে থেকেই বিভিন্ন টিভি অনুষ্ঠানের শুটিং করতে হয় সংগীতশিল্পী কনাকে। তাই নতুন নতুন পোশাকগুলো পরতে হয়ে। এ কারণেই কনা ঈদের বেশ আগেই পোশাক তৈরি করে নেন। সাধারণত তাঁর বান্ধবীর বুটিক হাউস উইন্ডো থেকেই কেনাকাটা করেন। পছন্দসই পোশাক বানিয়েও নিতে পারেন যেমন, তেমনি ডিজাইনটাও করে নিতে পারেন ইচ্ছেমতো।
এবারের ঈদের দিনে কনা পরবেন সালোয়ার কামিজ। সার্টিন কাপড়ে সাদা-কালোর ডোরাকাটায় তৈরি হবে তাঁর সালোয়ার কামিজ। বললেন, ‘কামিজের বোতামগুলো কিনে বসিয়ে নিয়েছি। বর্ডারে আছে লাল রঙের কাপড়। আর সালোয়ারটি ক্যাপ্রি ধরনের। জুতা কিনেছি ক্যাটস আই থেকে। কালো রঙের হাই হিল। কালো হিলের সঙ্গে লাল ফিতাও থাকছে।’
কনা গলায় কিছু পরেন না। ‘মাথার চুলটা ব্লো করে বসিয়ে দিতে ভালো লাগে আমার। কানে থাকবে হীরার দুল। দুই হাতের দুই আঙুলে জামার সঙ্গে মিলিয়ে দুটি আংটি পরব। একটিতে কালো রঙের পাথর অন্যটিতে লাল রঙের পাথর আছে। শ্রীলঙ্কা থেকে নিয়ে এসেছিলাম পাথর দুটি।’ ঈদের দিন বাইরে গেলে কনার সবকিছুই ম্যাচিং করা থাকে। বাসায় থাকলে সুতির একটা পোশাক হয়তো পরে থাকেন। তবে ঠোঁটে থাকে হালকা লিপস্টিক। এর চেয়ে বেশি সাজুগুজু করা হয় না তাঁর।
Monday, August 8, 2011
কোঁকড়া চুল সোজা চুল
কোঁকড়া চুলের মোহময়ী খেলা
কোঁকড়া চুলের সৌন্দর্যই অন্য রকম। একটু অগোছালো করে কাটলেও খারাপ লাগে না দেখতে। স্টেপ ও লেয়ার একসঙ্গে, আনইভেন কাট, শুধু স্টেপকাট কোঁকড়া চুলে মানানসই বেশ।
গোল মুখের সঙ্গে
পেছন থেকে স্টেপটি ইউ শেপ করে কাটলে সামনের দিকটাও একটু ছোট হয়ে যাবে। এ ছাড়া স্ট্রেট লাইভ করেও কাটতে পারেন।
স্কয়ার অথবা পানপাতা চেহারায়
এ ধরনের চেহারায় স্টেপ কাটটি ভালো লাগবে। পেছনের কাটটি ভি শেপ করলে ভালো হয়।
লম্বাটে চেহারায় মানানসই
কানের লতি বরাবর সামনের দিকে ব্যাংগস কাট মানাবে। এ ছাড়া স্টেপ কাটও চলতে পারে। সামনের ব্যাংগসটুকু আয়রন করে নিলে ভিন্ন লুক আসবে। চুল কাটার কাজটি সাত দিন আগে করে নিলেই ভালো হয়। কারণ, চুল সেট হতেও কিছুটা সময় লাগে বৈকি। ঈদের তিন-চার দিন আগে পারলারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট, প্রোটিন ট্রিটমেন্ট অথবা হেয়ার স্পা করিয়ে নিতে পারেন। এতে চুলে ঝলমলে ভাব আসবে।
সোজা চুলে কারসাজি
লম্বা সোজা চুলে মানিয়ে যায় অনেক কাটই। এ মুহূর্তে সোজা চুলের সবচেয়ে জনপ্রিয় কাট হচ্ছে ইমু কাট। তবে এটি বেশি মানানসই হবে কিশোরীদের জন্য। যাঁরা কিশোরী বয়সকে পেছনে ফেলে এসেছেন, তাঁদের জন্য আছে লেয়ার ও ভলিউম লেয়ার। যদি একটু আলাদা কিছু করতে চান, তাহলে ইমু ও লেয়ার কাটটি করতে পারেন।
গোল মুখে মানানসই
চুল ঢেকে রাখবে চেহারার দুটি পাশ। গোল মুখের অধিকারীদের এ বিষয় মাথায় রাখতে হবে চুল কাটার সময়। এতে চেহারায় কিছুটা লম্বাটে ভাব আসবে। এ জন্য চিন বা চোয়াল থেকে লেয়ারের কাটটি দেওয়া উচিত। পেছনের অংশের চুল চার কোনাভাবে কাটলে দেখতে ভালো লাগবে। এ ছাড়া এ মুখের ধাঁচে অল অভার লেয়ার করলেও বেশ লাগবে দেখতে।
লম্বাটে মুখের কাট
লম্বাটে মুখে ব্যাংগস ও অ্যাংগেল ফ্রেঞ্চ মানাবে বেশ। পাশাপাশি তো ভলিউম কাট আছেই। চেহারায় লম্বাটে ভাব একটু কমে আসবে। চুলের পেছনের কাটে ভি (তিন কোনা) আকার ছাড়া অন্য যেকোনো কাট ভালো লাগবে।
চার কোনা ও পানপাতা মুখের জন্য
এ ধরনের চেহারার জন্য চুল কাটানোর সময় সতর্ক থাকতে হবে। লেয়ার কাট শুরু হবে চোখ বরাবর অথবা চোয়ালের নিচে থেকে। লেয়ারের সঙ্গে ফ্রন্ট স্টেপ যোগ করতে পারেন। পেছনের কাটটি ভি অথবা ইউ শেপে কাটলে দেখতে মন্দ লাগবে না। এ ছাড়া আনইভেন করে লেয়ার অথবা স্টেপ আকারে কাটলেও চেহারার কিছুটা অংশ ঢাকা থাকবে। এতে দেখতে ভালো লাগবে।
Subscribe to:
Posts (Atom)