Wednesday, August 10, 2011

Karukaje || Panjabi || কারুকাজে || পাঞ্জাবি

Photobucket
ঈদের সকাল পুরোটাই থাকে পাঞ্জাবির দখলে। ঈদের নামাজের জন্য পাঞ্জাবি তো পরতেই হয়, এ ছাড়া অনেকে দিনের অন্য সময়েও পাঞ্জাবি পরেন।বাজারে এবার আছেভিন্ন ধাঁচের পাঞ্জাবি—কোনোটা কারুকার্যময়, আবার কোনোটা সাধারণ। তরুণদের পছন্দ সাধারণ এবংজাঁকালো—দুই রকমের পাঞ্জাবিই।রঙের বাহার তো থাকছেই। বাজার ঘুরে দেখা গেল, পাঞ্জাবির কারচুপির কাজ হয়েছে বেশি। আমাদের দেশজ রাজশাহী সিল্ক, অ্যান্ডি কাপড়—এগুলো চলছে। হাতের কাজের সঙ্গে পাল্লা দিচ্ছে যান্ত্রিক কারুকাজের পাঞ্জাবি। যন্ত্রের কাজ করা পাঞ্জাবির দাম কম। আর নকশার ভিন্নতার ফলে এসেছে নতুনত্ব। সাম্প্রতিক বছরগুলোতে তরুণদের পছন্দ খাটো বা শর্ট পাঞ্জাবি। খাটো পাঞ্জাবিগুলোর কাট ও কারুকাজে এসেছে ভিন্নতা। শরীরের সঙ্গে লেপ্টে থাকা খাটো পাঞ্জাবির নাম ‘শর্ট বডিফিট’। আবার যাঁদের একটু ঢিলেঢালা পছন্দ, তাঁদের জন্য আছে লুস বডিফিট। কাট যেমনই হোক, পাঞ্জাবিতে আছে কারচুপির সূক্ষ্ম কাজ।

No comments:

Post a Comment